বারহাট্টায় সরকারি সম্পত্তি দখল মুক্ত
দৈনিক নেত্রকোনা
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯

নেত্রকোনার বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া উম্মুল বানিন এর তৎপরতায় অবৈধ দখলদার উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সাহতা ইউনিয়নে সাহতা মৌজায় ১৮৮৮ দাগে হালট শ্রেণির মোট ৭৮ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় ভূমি কর্মকর্তা, জনপ্রতিনিধি , পুলিশসহ সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন। জানা যায় সম্প্রতি এসিল্যান্ড সাদিয়া উম্মুল বানিন বারহাট্টায় যোগদানের পর এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি তাহার দৃষ্টিগোচরে আনা হয়। পরে তিনি নোটিশ প্রদানের মাধ্যমে বিধি অনুযায়ী সরকারি সম্পত্তি অবমুক্ত করেন ও একটি টিনসেড ঘর ৭ দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করেন।