নেত্রকোনায় অটোরিকশাসহ চোর আটক
দৈনিক নেত্রকোনা
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় অটোরিকসাসহ এক চোরকে আটক করেছে পুলিশ। আটক চোরের নাম সাগর মিয়া (১৮)। সে উপজেলার ছোটহাটি গ্রামের মাস্টার আলীর ছেলে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ছোটহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় চুরি যাওয়া অটোরিকশাটিও উদ্ধার করে পুলিশ।
খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খালিয়াজুরী সদর ইউনিয়নের উত্তর পাড়ার জাসদ মিয়ার অটোরিকশাটি পুরাতন মসজিদের কাছ থেকে শনিবার সকাল ৭টার দিকে চুরি হয়ে যায়। এ ঘটনায় জাসদ মিয়া তাৎক্ষণিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া অটোরিকসাটিসহ চোরকে আটক করে পুলিশ।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।