গুজব ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা: তথ্যমন্ত্রী
দৈনিক নেত্রকোনা
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরে তথ্য মন্ত্রণালয়ের জরুরি সেবাদানকারী সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, দেশ অথবা বিদেশ, যেখান থেকেই গুজব ছড়ানো হবে সে বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস নিয়ে সঙ্কট দেখা দেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এরইমধ্যে গুজব ছড়ানোর দায়ে কয়েকজনকে গ্রেফতারও করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।