কলমাকান্দায় করোনা মোকাবিলায় আইসোলেশন ইউনিট
দৈনিক নেত্রকোনা
প্রকাশিত: ১৪ মার্চ ২০২০

নেত্রকোনার কলমাকান্দার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন বলেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ইউনিউ, মাস্ক সরবরাহসহ করোনা সংক্রামক রোগীর চিকিৎসা দিতে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে ।
চীন ফেরত এক যুবককে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। সেই সঙ্গে তাকে বাড়ির আলাদা কক্ষে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, চীন ফেরত একজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সার্বক্ষণিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তার খোঁজ খবর রাখছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা চীন ফেরত যুবকটি ভাল আছেন।