অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা
দৈনিক নেত্রকোনা
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯

নেত্রকোনা সদর উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে ১৮ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মেদনি ও কালিয়ারা গাবরাগাতি পৃথক ইউনিয়ন থেকে এ জরিমানা আদায় করা হয়।
এছাড়াও নদী থেকে উত্তোলিত বালু জব্দ ও একটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত ওইসব বালু নিলামের মাধ্যমে পরে বিক্রি করা হবে।
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা পরিশোধকারী ব্যবসায়ীরা হলেন- নাজিম উদ্দিন, আবুল ফাত্তা (১০ লাখ টাকা), মো. জাহাঙ্গীর, শামীম মিয়া (৬ লাখ টাকা) ও মামুন মিয়া (২ লাখ টাকা)।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বুলবুল আহমেদ ও মো. শাহীন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনকারী ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে ১৮ লাখ টাকা। পরবর্তীকালে ওই ব্যবসায়ীরা যদি আবারও একই অপরাধে জড়িত হয় তবে তাদের বিরুদ্ধে এর চেয়েও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।